সংবাদ বিজ্ঞপ্তিঃ
সারাদেশ অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।

সচেতন ছাত্র সমাজ কক্সবাজার জেলার ব্যানারে এমন একটি প্রতিবাদ শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রতিবাদী ছাত্ররা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড দাবী করেন।

বক্তব্যে কক্সবাজার সরকারি কলেজের ছাত্র রবিউল কবির জামশেদ বলেন, সম্প্রতি সারাদেশে আশঙ্কাজনকহারে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। তাতে পুরো দেশবাসী উদ্বিগ্ন।

ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার কথা জানিয়েছেন। কিন্তু আমরা অতীতে দেখেছি এরকম অনেকগুলো নির্দেশনা এখনও কার্যকর করা হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা যেন দ্রুত কার্যকর করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জিসান ইয়াসিন, কক্সবাজার কলেজের মেধাবী ছাত্র তাসবিউল হাসান রাউল, উদ্ভিদবিদ্যা বিভাগের মেধাবী ছাত্র সালাউদ্দিন সাল্লু, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ইমরান হোসেন রনি।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।