ইমাম খাইরঃ
করোনা আক্রান্ত হয়ে অবশেষে ওপারে পাড়ি জমালেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুল আলম জিকু (৫২)।

রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক জিকুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ শাহীন আব্দুর রহমান চৌধুরী।

অধ্যাপক নুরুল আলম জিকু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুল পাড়ার বাসিন্দা মরহুম হাজি নজু মিয়ার সপ্তম ছেলে। সাংসারিক জীবনে তিনি ১ মেয়ে ও ১ ছেলের জনক। ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন জিকু। তিনি চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ২৫ তম ব্যাচের ছাত্র।

তিনি বর্তমানে কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছরা এলাকার বাসিন্দা এবং কক্সবাজার কমার্স কলেজের পরিচালক।

পেশাগত জীবনে অধ্যাপক জিকু খুবই দক্ষ ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিত। তিনি ডুলাহাজারা কলেজ ছাড়াও খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে শিক্ষকতা করেছেন। অনেক প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষকতা করেন তিনি।

তার একমাত্র মেয়ে নাবিহা চট্টগ্রাম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে এবং একমাত্র ছেলে নাবিদ হাসান কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

অধ্যাপক নুরুল আলম জিকুর ছোট ভাই ডাক্তার নুরুল হুদা জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়। ৩০ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর জিকুকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

অধ্যাপক নুরুল আলম জিকুর নামাজে জানাজা সোমবার (৫ অক্টোবর) জুহর নামাজের পর দক্ষিণ মেদাকচ্ছপিয়া স্কুল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল আলম জিকুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, মরহুমের ভাই ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা বশির আহমদ, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, খুটাখালী তমিজিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে ইমাম খাইর।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।