প্রেস বিজ্ঞপ্তি
বিপন্ন মানবতার সেবায় নিবেদিত তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুবকে সংবর্ধিত করেছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা। কক্সবাজারে এক সংক্ষিপ্ত সফরে তাঁর শুভাগমন উপলক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টায় কক্সবাজার শহরতলীর বাসটার্মিনালস্থ দারুল কুরআন কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মানবতার কল্যাণে আত্মনিবেদন করা মু’মিনদের ঈমানী কর্তব্যবোধ ও মানবিক চৈতন্যের বহিঃপ্রকাশ। এ কর্তব্য পালনে তাকওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কর্মীরা পুরো দেশজুড়ে নিরলসভাবে মানবিক কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসজনিত মহাসঙ্কটে যখন নিজের সন্তান-সন্ততি ও আত্মীয় স্বজনেরাও করোনায় মৃত ব্যক্তির ধারেকাছে যায়না এমতাবস্থায় তাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা জীবনবাজি রেখে সেই মৃত ব্যক্তিদের কাফন-দাফন সুসম্পন্ন করে চলেছে। শুধু তাই নয়; পথশিশু, অনাথ, এতিম ও বানভাসি মানুষসহ সারাদেশে নানা দূর্যোগে বিপন্ন মানুষের সেবায় এ ফাউন্ডেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এমন মানবিক উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
দারুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক, হাটহাজারীর জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের সাবেক কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী জহিরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, লেখক ও সাহিত্যিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
তাকওয়া ফাউন্ডেশন কক্সবাজার সদর উপজেলার স্বেচ্ছাসেবী, ছাত্রদল নেতা আবু তাহের মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির সম্মানে রচিত মানপত্র পাঠ করেন, দারুল কুরআন কমপ্লেক্সের শিক্ষা পরিচালক মাওলানা মুহিবুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা কারী আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জমিল উদ্দিন, তরুণ আলেম ও আইনজীবী মাওলানা হাফেজ রিদওয়ানুল কাবির, তাকওয়া ফাউন্ডেশন কক্সবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল মতিন মুহাম্মদ আছেম, তাকওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী, ছাত্রলীগ নেতা এস. এম সাদ্দাম হোসেন, রামু উপজেলা শাখার মাওলানা আব্দুল মান্নান, মাওলানা দিদারুল আলম, প্রমুখ। এছাড়াও বরেণ্য আলেম-ওলামা, ফাউন্ডেশনের বিভিন্ন উপজেলার দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।