সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :

সারি আইটিসি টেকনাফে বিনামূল্যে সেবা পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা। এ সেন্টারটি উপজেলার অন্তর্গত উপজেলা গেইটের উত্তর পার্শ্বে আইসিডিডিআরবি ক্যাম্পাসে অবস্থিত। এ আইসোলেশন সেন্টার নির্মাণে সহায়তা করেছে ইউনিসেফ। আর এ আইসোলেশন সেন্টারের সুযোগ সুবিধার উপরে আঞ্চলিক ভাষায় প্রতিদিন মানুষকে বার্তা দিয়ে যাচ্ছে একলাব রেডিও নাফ ৯৯.২ এফএম।

সেবা নিতে আসা উপজেলার হামিদ হোসাইন বলেন, একলাব ও রেডিও নাফের সহযোগীতায় মাইকিং করে রেডিও নাফ ও বিভিন্ন মসজিদে প্রচার করা বার্তা শুনে আমরা ইউনিসেফের অর্থায়নে করে দেওয়া এই সারি আইটিসিতে সেবা নিতে এসেছি। সেবার মানও অত্যান্ত ভাল। আইসিডিডিআরবি টেকনাফের সারি আইটিসি মেডিকেল অফিসার, ডঃ জাহাঙ্গীর আলম বলেন, ইউনিসেফের অর্থায়নে করে দেওয়া এই আইসোলেশন সেন্টারে সকল সেবা বিনামূল্যে পাওয়া যায়। তাই আপনারা আসুন ও আমাদের সেবা গ্রহণ করুন। একলাবের ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামের অপারেশন হেড মোঃ রাশিদুল হাসান রাশেদ টেলিফোনে প্রতিবেদককে বলেন, ইউসিফের সহযোগীতায় টেকনাফে একটি সারি আইটিসি আইসোলেশন সেন্টার চালু হয়েছে। যার সুযোগ সুবিধার উপরে ইউনিসেফের সহযোগিতায় একলাব লিপলেড, মাইকিং, অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার মাধ্যমে জনসাধারণকে মেসেজ দিয়ে যাচ্ছে। আর এ কার্যক্রমে সহযোগিতা করছে ইউনিসেফ। ইউনিসেফের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।