কক্সবাজারের ৮ থানায় ওসি হিসাবে যারা নিয়োগ পেলেন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৩২ , আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০২:৪২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ছবি : বাম থেকে ওসি কক্সবাজার সদর , রামু , উখিয়া , টেকনাফ । নিচে বাম থেকে ওসি চকরিয়া , পেকুয়া , মহেশখালী ও কুতুবদিয়া ।

 

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার ৮ টি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ৮ জন পুলিশ পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের গত ২৪ সেপ্টেম্বর প্রশা/-২০২০(অংশ) ১১৮৫৩ (৬৪) নম্বর স্মারকে জারীকৃত এক পত্রের অনুবলে কক্সবাজার জেলা পুলিশে যোগদানকৃত ৮ জন নিরস্ত্র ইন্সপেক্টরকে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এক অফিস আদেশে গত শুক্রবার ২৫ সেপ্টেম্বর তাদের নিয়োগ দেন।

ওসি পদে নিয়োগপ্রাপ্তরা হলেন-(১) শেখ মুনিরুল গিয়াস (বিপি : ৭১৯৫০৬১৬৪২) কে কক্সবাজার সদর মডেল থানায় (২) মোহাম্মদ হাফিজুর রহমান (বিপি : ৭৬০২০৫০০৯৬) কে টেকনাফ মডেল থানায় (৩) আহম্মদ সঞ্জুর মোরশেদ (বিপি : ৭৭০২০৩৭৮৫৪) কে উখিয়া থানায় (৪) মোঃ আবদুল হাই (বিপি : ৭৪৯৯০৬৯২৪০) কে মহেশখালী থানায় (৫) শাকের মোহাম্মদ জুবায়ের (বিপি : ৭৯০৪০৯০৫৭৮) কে চকরিয়া মডেল থানায় (৬) কে.এম আমিরুজ্জামান (বিপি : ৮০০৪০৮০২৮১) কে রামু থানায় (৭) মোঃ সাইফুর রহমান মজুমদার পিপিএম (বিপি : ৭৯০৬০২৬১৯৫) কে পেকুয়া থানায় এবং (৮) মোঃ জালাল উদ্দিন (বিপি : ৭২০২০৬৭৫৯২) কে কুতুবদিয়া থানায়।

জানা গেছে, জেলার ৮ টি থানার ওসি হিসাবে নিয়োগপ্রাপ্তদের আগামী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে নিয়োগ দেওয়া থানাতে যোগদান করতে বলা হয়েছে।