মোঃ আকিব বিন জাকের, উত্তর মহেশখালী:
মহেশখালীতে ইপসা সিভিক কনসোর্টিয়াম এর উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় যুব ফোরাম, যুব গ্রুপ ও ক্লাব সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
 ২৩ ই জুন সকাল ১১ টার দিকে কুতুবজোম ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে পৌরসভার ৭৫ জন এবং কুতুবজুম ইউনিয়নের ৭৫ জন অর্থাৎ সর্বমোট ১৫০ জনের মধ‍্যে খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জমিরুল ইসলাম, ইপসা মহেশখালী উপজেলা কোর্ডিনেটর আজিজ সিকদার, কুতুবজুম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন সহ বিভিন্ন গ‍ণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।
ইপসা মহেশখালী উপজেলা কোর্ডিনেটর আজিজ সিকদার বলেন, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে আমরা সর্বোচ্চতার সাথে কাজ করে যাচ্ছি । মূলত এরই অংশ হিসেবে আমাদের আজকের আয়োজন। উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উপস্থিত অতিথিবৃন্দ দেশের কল‍্যাণে উগ্রবাদ এবং সহিংসতা প্রতিরোধে সবাইকে সাথে থাকার আহ্বান জানান।