মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি এডভোকেট ছালামত উল্লাহ রানা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আজম মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

আইনজীবী সমিতির নেতৃদ্বয় এক যৌথ শোকবানীতে মরহুম এডভোকেট ছালামত উল্লাহ রানা’র আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁরা বলেন, এডভোকেট ছালামত উল্লাহ রানা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য থাকাকালে সমিতির উন্নয়নে অবদান রেখেছেন।

প্রসঙ্গত, এডভোকেট ছালামত উল্লাহ রানা (৫৭) সোমবার ২২ জুন রাত ৯টা ২০ মিনিটের সময় চট্রগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি–রাজেউন)।

জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট ছালামত উল্লাহ রানা’র নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা জামে মসজিদ সংলগ্ন মাঠে ২৩ জুন মঙ্গলবার ফজরের নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে এডভোকেট ছালামত উল্লাহ রানা-কে স্থানীয় কবরস্থানে পিতার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে।

আইনজীবী ছালামত উল্লাহ’র মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি :

দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি শফি উল্লাহ শফির বড় ভাই কক্সবাজারের সিনিয়র আইনজীবী ছালামত উল্লাহ রানা সোমবার (২২ জুন) রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শফি উল্লাহ শফি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেমসহ সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ জুন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তাঁর করোনা টেষ্টের রিপোর্ট পজিটিভ এসেছিল।