আবুল কাশেম,কুতুবদিয়া :

কুতুবদিয়ায় গ্রাম আদালতের গ্রাম পুলিশদের ভাতা বিতরণ করেছে। ইউএনডিপি ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বাস্তবায়নে সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুতুবদিয়া উপজেলায় পক্ষ থেকে আলী আকবর ডেইল কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং, লেমশীখালী ইউনিয়নের গ্রাম পুলিশদের সমন,নোটিশসহ বিভিন্ন পত্রাদি আনা-নেওয়া বাবৎ ভাতা প্রদান করা হয় ৩০ জন গ্রাম পুলিশকে প্রত্যেককে ৬০০ টাকা হারে করোনা দুর্যোগে উৎসাহ ভাতা প্রদান করে।

রবিবার ( ২১ জুন) কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জালাল আহমদ কৈয়ারবিল ইউনিয়নের গ্রাম পুলিশদের এ ভাতা বিতরণ করেন।

উপজেলা সমন্বয়কারী টিটু বড়–য়া বলেন,স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এ ভাতা বিতরণ করা হয়। গ্রাম আদালত অল্প খরচে স্বল্প সময়ে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ গ্রামেই নিষ্পত্তি করে থাকে।এতে জনপ্রতিনিধিসহ গ্রাম পুলিশদের ভুমিকা প্রশংসনীয়। তাই করোনা দুর্যোগে গ্রাম আদালত প্রকল্পের মাধ্যমে সামান্য আর্থিক সহযোগিতা গ্রাম পুলিশদের কাজে উৎসাহ যোগাবে আশা করি।