সংবাদদাতা :
কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নির্দেশে সম্প্রতি বন্যায় রামুর গর্জনিয়া সেতুর দক্ষিণপাশের বিধ্বস্ত এপ্রোচ ও সড়ক নির্মাণকাজে এগিয়ে এলেন যুবলীগ-ছাত্রলীগের চার নেতা।

এরা হলেন- গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল।

ওই চার নেতার নিজস্ব অর্থায়নে গত শনিবার দুপুর থেকে এই কার্যক্রম আরম্ভ হয়। পরে তাঁদের সঙ্গে গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সংবাদকর্মী মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন ও জনীসহ অনেকে স্বেচ্ছাশ্রমে কাজ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, যাদের নিজস্ব অর্থায়নে কাজটা আরম্ভ হলো তাঁরা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ গর্জনিয়া সেতুর এপ্রোচ নদীগর্ভে ফের বিলীন হলে লাখো মানুষ দুর্ভোগে পড়বেন। এই এপ্রোচটি স্থায়ীভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তাঁরা।