মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ২০ জুন ২২৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৪৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ২৭ জন, ভিন্ন জেলায় ১৯ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন ও আগে আক্রান্ত হওয়া পুরাতন ২ জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৭৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ২০ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন, রামু উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন।
ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ১৮, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯৯১ জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭১ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮৫ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৪৭৬১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮২ জন করোনা রোগী।