মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ১২ জুন ৪২১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৪৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৩৯ জন ও ভিন্ন জেলার ৫ জন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া যায়। বাকী ৩৭৭ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ১২ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৪৪ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, রামু উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ৮ জন ও পেকুয়া উপজেলায় ৬ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ জন এবং বান্দরবানে ২ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়েছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৩৭৬ জন। যারমধ্যে ৩৭ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৪জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯৯ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭১ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫১জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০৩ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১০৩৪২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৮ জন করোনা রোগী।