মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ডা. ফেরদৌস আহমেদ। চকরিয়া উপজেলার সুরাজপুরের বাসিন্দা। নিজে একজন চিকিৎসক। ডা. ফেরদৌস আহমেদ তার স্যাম্পল টেস্টে দিয়েছিলেন গত ২৪ মে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অনেক তদবির ও দেন দরবার করে তার টেস্ট রিপোর্টটি সংগ্রহ করেছেন বুধবার ১০ জুন। জানা গেছে, একইদিন তার টেস্ট রিপোর্টটি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে সরবরাহ দেওয়া হয়। অর্থাৎ ১৭ দিন পর তার স্যাম্পল টেস্টের রিপোর্ট দেখে জানতে পারেন তিনি করোনা ‘পজেটিভ’। তবে এ ১৭ দিন তিনি নিজে নিজে চিকিৎসা করতে করতে এখন প্রায় সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ চিকিৎসক ফেরদৌস আহমেদ। তিনি পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।