মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাহউদ্দিন সেতু নিজে করোনা ‘পজেটিভ’ হওয়ার পর তাঁর সহধর্মিণী এবং কন্যারও করোনা ‘পজেটিভ’ রিপোর্ট এসেছে। কাউন্সিলর সালাহউদ্দিন সেতু’র সহধর্মিণী আয়েশা বেগম (৩৭) ও কন্যা রোকেয়া আঞ্জুমান তুলতুল (৭) গত ৩০ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্টে দিয়ে আজ শনিবার ৬জুন তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

বিষয়টি কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সালাহউদ্দিন সেতু সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি নিজ গত ২৩ মে স্যাম্পল টেস্টে দিয়ে গত ২৮ মে রিপোর্ট ‘পজেটিভ’ পেয়েছিলেন। ঐদিন রাতেই কাউন্সিলর সালাহউদ্দিন সেতু রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি হন। তাঁর স্যাম্পল প্রদানের সময় থেকে ১৪ দিন পার হওয়ায় গত ৫ জুন তিনি রামু ডেডিকেটেড করোনা হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাড়িতে ফিরেছেন। কাউন্সিলর সালাহউদ্দিন সেতু জানান, তাঁর স্ত্রী ও কন্যা চিকিৎসকদের তত্বাবধানে হোম আইসোলেশনে থাকবেন। তাঁর কন্যা রোকেয়া আঞ্জুমান তুলতুল কক্সবাজার শহরের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। কাউন্সিলর সালাহউদ্দিন সেতু তাঁর নিজের, স্ত্রী ও কন্যার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।