মুহিববুল্লাহ মুহিব, সিবিএন :

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশ উপকুলের সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০ টার দিকে আবাহাওয়া অধিদফতরের বিশেষ সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্ক বার্তায় আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল ধরণের নৌযানবে উপকুলের কাছাকাছি এসে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।