পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজারের আলোকিত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর’র কেএম জাহিদুজ্জামান। তিনি কক্সবাজারবাসী এবং হোপ ফাউন্ডেশন, হোপ হসপিটাল, হোপ ফিল্ড হসপিটাল, বার্থ সেন্টার ও মেডিকেল সেন্টারের সকল কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারী এবং শুভাকাঙ্খীদের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এক ভয়াবহ মহাক্রান্তিকাল অতিক্রম করছে মানবজাতি। এই অদৃশ্য শত্রæ মানবজাতিকে মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই কারণে ঈদ এলেও মানুষের মনে সত্যিকার অর্থে আনন্দ নেই। সবাই একটা টেনশনের রয়েছে। তারপরও পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে। একদিন নিশ্চয়ই এই পরিস্থিতির উত্তোরণ ঘটবে। সেদিন আরেকটি নতুন পৃথিবীর দেখা পাবে মানবজাতি। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য সহকারে সর্তক থেকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে জীবন যাপন করতে হবে। ঈদের দিনও একইভাবে সমস্ত রকমের কোলাহল থেকে বিরত থাকতে হবে। ঘর থেকে বেরই হওয়া যাবে না। প্রিয় মুসলিমা উম্মাহ, ধৈর্য্য ধরুন, আবার আসবে সুন্দর দিন! সবাই ভালো থাকুন, বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে আবারো ঈদুল ফিতরের শুভেচ্ছা।