প্রেস বিজ্ঞপ্তি :

করোনা ভাইরাস বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী রুপ ধারণ করেছে।এই করোনাভাইরাস প্রতিরোধের জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল লকডাউন।
এই লকডাউনের ফলে দিনমজুর মানুষের আয়ের উৎস প্রায় বন্ধ।ফলে এই রমজান মাসে তারা কষ্টের দিন পার করছে। তাই তাদের দু:খ-কষ্ট লাগবের ক্ষদ্র প্রয়াস হিসেবে কক্সবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ২০১৪ ব্যাচের পক্ষে ইফতার ও দোয়া মাহফিলের বরাদ্দ অর্থটুকু গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার স্বরূপ বিতরণ সম্পন্ন হয়েছে।

১০ ই মে বাদে ইফতার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বার্মিজ মার্কেট,হলিডে মোড়,কলাতলী মোড় এলাকায় রিক্সাচালক,ভ্যান চালক সহ দিনমজুরের হাতে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয় ।

এসময় উক্ত ব্যাচের শিক্ষার্থীরা বলেন, এই ছবি গুলো কোনো লোক দেখানো বা শো অফ এর জন্য নয় । আমরা চাই কক্সবাজারের প্রতি ব্যাচের ইফতার মাহফিলের বরাদ্দকৃত অর্থটুকু দিয়ে এভাবে গরীব অসহায় মানুষের পাশে এগিয়ে আসুক।