মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে জেলা সদরে কোন মার্কেট, শপিংমল, দোকান ঈদুল ফিতর পর্যন্ত খোলা হবেনা। কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশন রোববার ৯মে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই চুড়ান্ত সিদ্ধান্ত নেন। সভায় শহরের ১৮ টি মার্কেটের মালিক অংশ নেন।

বিষয়টি কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও শহরের পূর্ব বাজারঘাটার সৈকত টাওয়ারের সত্বাধিকারী মাহবুবুর রহমান তাদের সভা শেষে সিবিএন-কে জানিয়েছেন।

মাহবুবুর রহমান আরো বলেন, সভার সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ নিজ আগ্রহে কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান কেউ খোলা রাখতে চাইলে সম্পূর্ণ নিজ দায়িত্বে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে, সরকারি বিধিমালা মেনে, নিজ দায়িত্বে সুরক্ষিত থেকে কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান খুলতে হবে। কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশন এবিষয়ে কোন দায় দায়িত্ব নেবেনা।

কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও শহরের পূর্ব বাজারঘাটার সৈকত টাওয়ারের মাহবুবুর রহমানের সভাপতিত্বে শহরের আবু সেন্টারস্থ কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল করিম, সরওয়ার রোমন, পারভেজ চৌধুরী, লোকমান মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে, বাংলাদেশ দোকান মালিক সমিতির কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল সিবিএন-কে জানিয়েছেন, তাঁরাও শহরের নুর মোহাম্মদ কমপ্লেক্সে ৯ মে শনিবার অনুষ্ঠিত অনুরূপ পৃথক আরেকটি জরুরি সভায় কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান না খুলতে সিদ্ধান্ত নিয়েছেন।