সিবিএন :

করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক নাহওয়া পর্যন্ত কক্সবাজারের সকল টেইলার্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে কক্সবাজার টেইলার্স মালিক সমিতি। তাই ঈদের আগে কক্সবাজারে কোন টেইলার্স খোলা থাকছেনা।

এমন তথ্য নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মোনাফ সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হক রাসেদ।

তারা জানান, জরুরী বৈঠক করে সকল সদস্যদের সম্মতিক্রমে কক্সবাজারের সকল টেইলার্স বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ হতে রক্ষা পাওয়ার তাগিদে সমিতির আওতাধীন সকল টেইলার্স করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।  একই সাথে সকল সদস্যকে নিরাপদে থেকে অপ্রয়োজনে ঘরথেকে বাহিরে না যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল সদস্যদের পাশে থেকে সমস্ত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে সমিতির পক্ষ থেকে।

বিশ্ব মহামারী এই সময়ে টেইলার্স বন্ধ থাকায় ক্রেতা সাধারণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার টেইলার্স মালিক সমিতি।