মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ৮মে ৯০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে যে ৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে, তাদের একজন হচ্ছেন, বিশেষায়িত একটি বাহিনীর  কর্মকর্তা। দ্বিতীয়জন হচ্ছেন-চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নুতন পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মাধ্যমে স্যাম্পল টেস্টে দেওয়ায় তাকে সদর উপজেলার রোগী হিসাবে প্রাথমিকভাবে গণ্য করা হয়েছিলো।

তৃতীয় জন হলো-কক্সবাজার শহরের পূর্ব রুমালিয়ার ছরার বাসিন্দা। চতুর্থজন হলো-কক্সবাজার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বৈদ্যের ঘোনার বাসিন্দা।

কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহেসান জানিয়েছেন, পূর্ব রুমালিয়ার ছরা ও বৈদ্যের ঘোনার রোগীদ্বয়ের বাড়ি ও তাদের চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার স্বাস্থ্য টিম ও পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ৮ মে পর্যন্ত কক্সবাজার জেলায় ৭৪ জন করোনা রোগী সনাক্ত করা হয়। তারমধ্যে একজন মহিলা রোগী মারা গেছেন। ১৭ জন সুস্থ হয়েছেন। বাকী ৫৬ জন চিকিৎসাধীন আছেন।