সিবিএনঃ
পবিত্র মক্কা নগরীর ‘মক্ববরে শোহাদা’ বা শহীদদের জন্য নির্ধারিত কবরস্থানে দাফন করা হয়েছে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সদরের ভারুয়াখালীর তারেকুল ইসলাম সিকদার।

বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় বিকেল চারটায় সরকারী ব্যবস্থাপনায় তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় তারেকের বড় ভাই নুরুল আমিন, ভাগ্নে হারুন, মোঃ ইউসুফ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরহুম তারেকের নামাজে জানাজা আদায় করা হয়।

গত সোমবার (৪ মে) ভোর পৌনে পাঁচটার দিকে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারেকুল ইসলাম সিকদার।

তিনি করিম সিকদার পাড়ার হাজী রমজান আলী সিকদারের ছেলে। তার এক মেয়ে ও সদ্য ভূমিষ্ঠ এক ছেলে সন্তান রয়েছে।

মক্কায় একটি সুপারশপ করতেন তারেক।

এ খবর নিশ্চিত করেছেন মরহুম তারেকুল ইসলাম সিকদারের জেঠতো ভাই কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক।