মুহিববুল্লাহ মুহিব, সিবিএন :

মহেশখালী উপজেলা থেকে ত্রাণবাহী একটি কাভারভ্যানে করে পাচারকালে দেড় পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় মামলা হয়েছে। আসামী করা হয়েছে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমাণ গণীসহ ৮ জনকে আসামী করা হয়েছে।

বুধবার (৬ মে) রাত সাড়ে আটটার দিকে সিবিএনকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আজাদ।

তিনি জানান, ইয়াবাগুলো ওই কভার্ডভ্যানে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ‘পাচার’ করা হচ্ছিল। ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওসমান গণিও ‘এর সঙ্গে জড়িত’ বলে আটক দুজন পুলিশকে জানিয়েছিল। তাদের স্বীকারোক্তি মোতাবেক ইউপি সদস্যকেকে আসামী করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সিবিএনকে বলেন, আদালতে প্রেরণের পর মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। এছাড়াও পুলিশ কারা কারা জড়িত তা খোজে বের করবে।

উল্লেখ্য যে, গত ৫ মে সকালে কাভারভ্যানের পাটাতন খোলে দেড় লাখ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়।