সংবাদ বিজ্ঞপ্তি :

মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে বিশেষ মহলের ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জরুরী সভা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। ৫ মে বিকেলে লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে গুরুত্বপুর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনষ্ঠিত সভায় দেশের চলমান প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতিতে দল এবং সরকারের মানবিক ত্রাণ তৎপরতাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, “দলের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন নিঃসন্দেহে তারা বোকার স্বর্গে বসবাস করছে। মুজিবুর রহমানের মতো একজন জনপ্রিয় জনপ্রতিনিধি এবং রাজনীতিবীদকে জড়িয়ে এমন ষড়যন্ত্র খুবই দুঃখজনক।” নেতৃবৃন্দ হুঁশিয়ারী দিয়ে আরো বলেন, “আগামীতে যে ধরণের ষড়যন্ত্রই আসুক না কেন জেলা আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।” পাশাপাশি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মেয়র মুজিবুর রহমানকে জড়িয়ে মানহানিকর যেসব অপপ্রচার চালানো হচ্ছে সেইসব ষড়যন্ত্রের পেছনে অন্য যাদের ইন্দন রয়েছে তা অধিকতর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধও জানিয়েছেন জেলা আ’লীগ নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি, রেজাউল করিম, এডভোকেট রণজিত দাশ, এডভোকেট আয়াছুর রহমান, আবদুল খালেক, মোহাম্মদ হোসাইন, খোরশেদ আলম কুতুবী, এডভোকেট তাপস রক্ষিত, ইউনুস বাঙ্গালী, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, আবুহেনা মোস্তফা কামাল, কাজী মোস্তাক আহমদ শামীম, ড.নুরুল আবছার, এম.এ মনজুর, আবু তাহের আজাদ, জিএম আবুল কাশেম প্রমুখ। সভায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনজুর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।