মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ৫মে পেকুয়া উপজেলায় করোনা ভাইরাস সনাক্ত হওয়া রোগীর বাড়ি বারবাকিয়া ইউনিয়নের সব্জীবন পাড়ার ৩০ বছর বয়সী একজন পুরুষ। এই ব্যক্তির কেস হিস্ট্রি পর্যালোচনা করে দেখা গেছে, সে করোনা প্রাদুর্ভাব এলাকায় যায়নি। কোন বিদেশ ফেরত লোকের সংস্পর্শেও যায়নি। নিজ এলাকায় তার পিতার একটি ফার্মেসী রয়েছে। সে ফার্মেসীতে ওষুধ বিক্রি করতো। কোন ওষুধ ক্রেতা করোনা আক্রান্ত রোগী থেকে তার করোনা সংক্রমিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাবের আহমদ সিবিএন-কে জানিয়েছেন। তিনি আরো জানান, উক্ত করোনা রোগীকে আইসোলেটেড করে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে বুধবার ৬মে সকালে তাকে চকরিয়া আইসোলেশন হাসপাতালে প্রেরণ করা হতে পারে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাবের আহমদ আরো জানান, ইতিমধ্যে উক্ত করোনা রোগীর বাড়ি, ফার্ম্মেসী ও তার বিচরণকৃত এলাকা লকডাউন (Lockdown) করে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।