মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ৫ মে ১৮৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বাকী ১৭৩ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। পজেটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের একজন কনসালটেন্ট রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ৫ এপ্রিল পজেটিভ রিপোর্ট পাওয়াদের মধ্যে চকরিয়ায় ৯ জন, কক্সবাজার সদর হাসপাতালে ১ জন এবং পেকুয়াতে ১ জন। কক্সবাজারে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫০ জন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৪ দিনে ১৯৬৩ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৫৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ১৯০৮ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৫৫ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৪৯ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়াতে ৬ জন, চকরিয়াতে ১৬ জন, সদর উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় ৩ জন এবং রামু উপজেলায় ৩ জন। জেলার কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।