সিবিএন:

কক্সবাজার ঐতিহ্যবাহী ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উওরা সৃজনশীল সংসদ গতকাল বিকেলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে লক ডাউনের কারনে ঘরবন্দী খেলোয়াড় ও অসচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী (নিত্য প্রয়োজনীয় খাদ্য) বিতরণ করে।

এই সময় উপস্থিত ছিলেন উওরা সৃজনশীল সংসদের সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মাহমুদ তমাল, সহ-সভাপতি আলী আমজাদ হোসেন মানিক, যুগ্ম সম্পাদক মোঃ ফয়সল হুদা, সমাজ সেবা সম্পাদক আবু ইউসুফ, সদস্য মাসুদ আলম, হাসান মাহমুদ চৌধুরী, রফিকুল হক,কামরুল হাসান চৌধুরী, মিজানুর রহমান, আবুল কালাম, হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন করোনা ভাইরাস এর কারনে সবধরনের খেলাধুলা বন্ধ যার কারনে খেলোয়াড়রাও ঘরবন্দী। উওরা সৃজনশীল সংসদ ক্রীড়া সংগঠন হিসেবে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে।

যারা এই মহৎ কাজে সহযোগিতা করেছে তাদের কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন।