রামুতে লকডাউনেও শতাধিক শ্রমিক দিয়ে বালু উত্তোলন শিরোনামে কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অণলাইন পোর্টাল কক্সবাজার নিউজ.কম (সিবিএন) এ ২৯শে এপ্রিল (মঙ্গলবার) প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে করোনা ভয়াবহতার এই সময়েও রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল নতুন চরপাড়ায় (ফুয়ারচর) বিপুল শ্রমিক জমায়েত করে অবৈধভাবে বালু তুলছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদে আরও বলা হয়েছে, স্থানীয় জিয়াউল সওদাগরের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিক জমায়েত করে করোনা ঝুঁকি নিয়ে রাতদিন বালু উত্তোলন করছে। আমার নেতৃত্বে কখনো সিন্ডিকেট ছিল না এখনও নাই। আমি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘ ৪০ বছর ধরে বৈধ ভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসতেছি। সফল ব্যবসায়ী হিসাবে সব সময় সরকারী আইনকে শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে আসতেছি। করোনার উপসর্গ দেখা দেয়ার পর প্রশাসনের নিষেধাজ্ঞাকে যতাযত সম্মান দেখিয়ে আমাদের নিজেস্ব চাষাবাদের অনুপযোগী জমি থেকে বালু উত্তোলন সম্পূর্ণ রুপে বন্ধ রাখি। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সরকার লকডাউন জারি করেন। লকডাউন চলাকালীন সময় প্রশাসনকে বিভ্রান্ত করতে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যে তথ্য ও রেলওয়ে সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের বালু উত্তোলন করা অবস্থায় স্কেভেটরের পুরোনো ছবি দিয়ে একটি কুচক্রি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ পরিবেশন করা রায়। সংবাদে আরও উল্লেখ করা হয় সরকারী খাস থেকে ইজারাহীন অবৈধভাবে বালু উত্তোলন করছি। আমি কোন সরকারী খাস থেকে বালু উত্তোলন করছি না। আমি এবং আমার বংশীয় জমি চাকমারকুল মৌজার ৯৮৫, ৯৮৮, ১০৬৪, ১৬২৬, ১৬৩৬, ৩৯৫ ও ১৫৮৯ বি.এস খতিয়ানের জমি থেকে যতাযত সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি সাপক্ষে অনুপযোগী জমিকে চাষাবাদের উপযোগী করার জন্য জমাট বাধাঁ পলি মাটি সরানো হয়। এসব জমি বাঁকখালীর নদীর পার্শ্ববর্তী হওয়ায় বর্ষাকালে বন্যার পানিতে ডুবে গিয়ে পলি মাটিতে স্তুপ হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। মূলত দীর্ঘদিন ঐ কুচক্রি মহল আমাদের নিজেস্ব খতিয়ান ভুক্ত এসব জমিতে জমাট বাধাঁ পলি মাটি জোরপূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠে। তারা দখল করতে না পারায় বিভিন্ন সময় সাংবাদিক ও প্রশাসনের লোকজনকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করে আসছিল। এই সংবাদটিও তারই একটি অংশ। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে বিভ্রন্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
জিয়াবুল হক সওদাগর
কলঘরবাজার,রামু।