মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দীঘি এলাকার একজন পুরুষের দেহে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয়েছে। পুরুষটি গত ২৯ এপ্রিল করোনা ভাইরাস সনাক্ত রোগীর সাথে একই মসজিদে নামাজ পড়ছিলো বলে জানা গেছে।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাদের শরীরের স্যাম্পল টেস্ট করে রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

বিষয়টি চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ সিবিএন-কে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ এ ৪ জনের শরীরে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয়। এনিয়ে চকরিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭ জন।