কে,এম নাসির উদ্দিন:

শান্তিতে নোবেল বিজয়ী আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, কক্সবাজার জোন এর উদ্যোগে প্রতিষ্ঠানটির সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মধ্যে চলমান করোনা ভাইরাস জনিত দূর্যোগকালে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছে গ্রামীণ ব্যাংক। চলতি মাসের প্রথমে এ কার্যক্রমের শূভ সূচনা হয় এবং এর ধারাবাহিকতায় অদ্য প্রতিষ্ঠানটির হারবাং শাখার উদ্যোগে ৮ জনকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

গ্রামীণ ব্যাংক, হারবাং শাখার ব্যাবস্থাপক কামাল পাশা জানান, কক্সবাজার জেলায় গ্রামীণ ব্যাংকের সর্বমোট ৫৮টি শাখা রয়েছে। প্রত্যেক শাখা হতে নির্বাচিত ৮ জন সদ্স্যকে সহায়তা দেয়া হচেছ। সহায়তার মধ্যে রয়েছে-নগদ ৬০০ টাকা এবং খাদ্য সামগ্রী ২৬০০ টাকা করে। এতে প্রতিষ্টানটির ব্যয় হবে-১৪,৮৪৮০০ টাকা।

এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। মানুষের এ করুণ অবস্থায় উক্ত সহায়তা পেয়ে উপকারভোগীগণ বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন।