সিবিএন প্রতিবেদক :

বিশ্ব মহারী করোনা ভাইরাসের কারণে দেশ যখন এক প্রকার অচল। তখন মাঠে সাধারন মানুষকে ঘরে ফেরাতে সবচেয়ে বেশী পরিশ্রম ও ভুমিকা রেখেছেন পুলিশ সদস্য ও কর্মকর্তারা। আর কক্সবাজার জেলার সেই কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতায় ভিডিও বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয় টেস্ট দলের ক্যাপ্টেন মুমিনুল হক সৌরভ।

বুধবার (২৯) রাতে নিজ ফেসবুক ও জেলা পুলিশের ফেসবুক পেইজে এই ভিডিও বার্তা প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় মুমিনুল হক বলেন, প্রিয় কক্সবাজারবাসী করোনার এসময় পুরো বিশ^ থমকে গেছে। এখনো এই রোগের কোন ধরণের ওষুধ আবিস্কার হয়নি। এ মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় হলো পরিস্কার পরিচ্ছন্ন এবং ঘরে থাকা। পুলিশ আমাদের ঘরে রাখার জন্য জীবনের ঝুকি নিয়ে অল্কান্ত পরিশ্রম করে যাচ্ছে।

করোনা সচেতনার পাশাপাশি জেলা পুলিশ কক্সবাজারের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে উল্লেখ্য করে টেস্ট ক্যাপ্টেন বলেন, মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। আমি কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএন মাসুদ হোসেনসহ সকল পুলিশের প্রতি কুতজ্ঞতা প্রকাশ করছি। আসুন আমরা সবাই ঘরে থেকে পুলিশকে সহযোগীতা করি।