মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৈশ্বিক মহামারী করোনা সংকট মোকাবেলায় মাঠ পর্যায়ের প্রথম সারির সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিন (৪০) করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃত্যবরণ করায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের পক্ষে প্রদত্ত এক শোকবাণীতে এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, জসিম উদ্দিন এর মৃত্যু বাংলাদেশ পুলিশকে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসাবে গড়ে তুলতে এক মাইলফলক হয়ে থাকবে। জসিমের মৃত্যু বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে আহত করলেও বাংলাদেশ পুলিশ গৌরবময় ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে বলে তিনি শোকবাণীতে উল্লেখ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের (৪০) করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃত্যবরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজিপি ড. বেনজীর আহমেদও গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ তাঁর প্রদত্ত শোকবার্তায় বলেছেন, করোনা যুদ্ধে আত্মোউৎসর্গকারী কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে বাংলাদেশ পুলিশ।