মুহিববুল্লাহ মুহিব, সিবিএন  :

পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ব্যাক্তি ও রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা মো. জিন্নাত আলী। করোনা ভাইরাসের কারণে দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে জানাযা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জানাযা শেষে রামু উপজেলার গর্জনিয়ার থোয়াইংগা কাটা বড় কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন, কক্সবাজার-সদর রামু আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরসহ সরকারী কর্মকর্তা ও অন্যান্যরা।

উল্লেখ্য যে, জিন্নাত আলী দীর্ঘদিন ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ মস্তিষ্কে টিউমার জনিত সমস্যায় ভুগছিলেন। এরআগে, পাঁচদিন কক্সবাজার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় ২৬ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ এপ্রিল) শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকার ঘন্টাখানেক পরেই তিনি মারা যান।