মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৭ এপ্রিল পর্যন্ত ৩৩ জন রোহিঙ্গা শরনার্থীর শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছে। টেস্টে কারো দেহে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হয়নি। অর্থাৎ সবার টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

কক্সবাজার আরআরআরসি অফিসের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভূঁইয়া সিবিএন-কে সোমবার ২৭ এপ্রিল এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, স্যাম্পল টেস্ট করা ৩৩ জন রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে ৯ জন মালয়েশিয়া যেতে না পেরে ট্রলারে ভেসে আসা রোহিঙ্গাও রয়েছে।

ডা. আবু তোহা এম আর ভূঁইয়া আরো বলেন, ট্রলারে ভেসে আসা ৩৯৬ জন রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে কারো শরীরে ২৭ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস উপসর্গ দেখা দেয়নি। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন পিরিয়ডের আরো ৭ দিন বাকী আছে। ১৪ দিন পূর্ণ হলেই উখিয়ার রাবার বাগান ট্রানজিট পয়েন্ট ও টেকনাফের কেরুনতলী ট্রানজিট পয়েন্টের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকা এসব রোহিঙ্গা শরনার্থীদেরকে নিজ নিজ শরনার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে ডা. আবু তোহা এম আর ভূঁইয়া জানান।