শেফাইল উদ্দিন, কক্সবাজার সদর :

কক্সবাজার সদরের ঈদগাওতে শিক্ষার্থীর বৃত্তি ও ব্যাংকে জমানো টাকায় ত্রাণ দিয়েছেন দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া একশ পরিবারকে। ২৫ এপ্রিল দুপর ২ টার দিকে ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়ায় প্রতি পরিবারকে ৫কেজি করে চাল বিতরণ করা হয়।
জানা যায়, কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ঈদগাও দক্ষিণ মাইজ পাড়ার বাসিন্দা কবির খানের কন্যা নুসরাত কবির লিজা কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তার বৃত্তির টাকা ও বড় ভাই আদিব এবং ছোট ভাই আদিল দুইজনে ব্যাংকে জমানো টাকাসহ প্রায় ২২ হাজার হয়েছিল। এ ২২ হাজার টাকার ত্রাণ বিতরন করেন।
গ্রামের বাড়ি ককস,বাজার সদর এর ঈদগাও ইউনিয়ন এর মাইজপাড়া গ্রামের দরিদ্র এবং কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করে এ লক ডাউনে ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে দাড়ান। শিক্ষার্থী নুসরাত এ মহামারিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।