মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে পবিত্র রমজান মাসে তারাবীর নামাজ ঘরে আদায় করার জন্য কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলার সকল ইসলাম ধর্মালম্বী নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে বৃহস্পতিবার ২৩ এপ্রিল দেওয়া এক স্ট্যাটাসে জেলা প্রশাসক এ অনুরোধ জানান। এছাড়া রমজানে ইফতার মাহফিল ও যেকোন ধরণের গণ জমায়েত থেকে বিরত থাকতে স্ট্যাটাসে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সবার প্রতি আহবান জানিয়েছেন।

নিন্মে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“কক্সবাজারবাসীর নিকট বিনীত অনুরোধ তারাবির নামাজ ঘরেই পড়ুন। ইফতার মাহফিল বা গণজমায়েত থেকে সম্পূর্ণ বিরত থাকুন।”

প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল বা ২৫ এপ্রিল রমজান মাসের চন্দ্র উদয় সাপেক্ষে রমজান মাস শুরুর পূর্ব রাতে এশারের নামাজের পর থেকে তারাবীর নামাজ আদায় করা হবে। ইসলামের বিধান মতে, তারাবীর নামাজ ‘সুন্নতে মোয়াক্কদা’।