শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজারে সোমবার সন্দেহভাজন ৫১ জনের করোনা স্যাম্পল পরীক্ষা করা হয়, যাদের একজনও পজিটিভ হয় নি।
এ নিয়ে গত ২০ দিনে ৪৫৭ জনের করোনা পরীক্ষা হলো।
সেখানে ৫ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। যার মধ্যে গতকাল রবিবার ৪ জন। এর আগে নাইক্ষ্যংছড়ির ১ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।
প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।