ইমরান আল মাহমুদ, উখিয়াঃ
করোনা আতংকে সারাবিশ্ব নিঃস্তব্ধতার সাথে সময় পার করছে।নেই কোনো দূষণ,কলকারখানা সহ বৃহৎ,ক্ষুদ্র,মাঝারি সহ সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ।
বাংলাদেশেও জরুরী অবস্থা জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাউকে বের না হতে বলা হয়েছে।সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার জন্য প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় গ্রামাঞ্চলের লোকজনের মধ্যে এখনো পর্যন্ত তেমন সচেতন হতে লক্ষ্য করা যাচ্ছে না।তারা প্রতিনিয়ত বিভিন্ন আড্ডার আসর বসিয়ে গল্প নিয়ে ব্যস্ত।আর এতে মানা হচ্ছে না নিরাপদ দূরত্ব।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপ্রাণ চেষ্টার পরেও যতক্ষণ টহল জোরদার থাকে ততক্ষণ স্টেশন ফাঁকা থাকে।উখিয়ার বিভিন্ন স্টেশন ও গ্রামাঞ্চলের দৃশ্য এমনটাই লক্ষ্য করা যায়।তবে এতেই করোনা সংক্রমণের আশংকা থেকেই যাচ্ছে। ফলে আত্মসচেতনতা বৃদ্ধি না পেলে পরবতী তে পরিস্থিতি মারাত্মক আকারে ধারণ করার আশংকা থেকেই যাচ্ছে।