মাহমুদুল করিম মাহমুদ
সংবাদদাতা, মক্কা :

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে । মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। এই মৃত্যুর মিছিলে এবার যোগ হল রেমিট্যান্স যোদ্ধা জসিম উদ্দিনের (৩৮) নাম ।

আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার একটু পরেই চিকিৎসাধীন অবস্থায় পবিত্র মক্কার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি ( ইন্না-লিল্লাহ)।

মৃত জসিম উদ্দিনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন মাইজপাড়ায় অবস্থিত।

গেল কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে পরিক্ষার পর করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা৷

জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে মক্কাস্থ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে৷

উল্লেখ, সৌদি আরবে আজ নতুন করে ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে৷ এ নিয়ে মোট সংখ্যা দাঁড়াল ৫,৩৬৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৯ জন এবং মৃত্যু বরণ করেছে ৭৩ জন৷ দেশটির কয়েকটি প্রদেশে ২৪ ঘন্টা কারফিউ চলছে৷