মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কি পরিমাণ ভয়ংকর সংক্রামিত রোগ তা কমবেশি সবাই ইতিমধ্যে ওয়াকিবহাল। ডাইনী করোনা’তে অবশ্যই সর্বোচ্চ ঝুঁকি। হাজারো ঝুঁকি থাকুক। বাবা কি সন্তানের লাশ ছাড়তে পারে!

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ বছরের প্রতিবন্ধী শিশু আশরাফুলের নিথর দেহ নিয়ে দাফনের আগে শারীরিক কোন নিরাপত্তা ছাড়া এভাবে দাঁড়িয়েছিলেন বাবা।

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি’তে করোনা টেস্টে আশরাফুলের শরীরে গত ১২ এপ্রিল রাতে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়ে। একই তারিখ দিবাগত রাত আড়াইটার দিকে আশরাফুল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। সোমবার ১৩ এপ্রিল প্রশাসনের করোনা লাশ দাফন কর্মীরা আশরাফুলের লাশ দাফনের জন্য পরিপূর্ণ পিপিই পরিধান করলেও আশরাফুলের বাবা সাদামাটা উম্মুক্ত শরীরে সন্তানের লাশ হাজারো ঝুঁকি উপেক্ষা করে এভাবেই কবরেস্থানে যান। তখন সবার বক্তব্য ছিলো “বাবা’রা এমনই হয়।”