মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার ঘাটে লবণ পরিবহনের জন্য নারায়ণগঞ্জ থেকে ৩ টি কার্গোবোট নোঙ্গর করেছে। এই ৩ টি কার্গোবোটের প্রতিটিতে ১০/১২ জন করে মাঝিমাল্লা ও শ্রমিক রয়েছে। এই কার্গোবোট ৩ টির ১টি গত ৯ এপ্রিল এবং ২টি ১০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে এসেছে। এই কার্গোবোটের মাঝিমাল্লা ও শ্রমিকদের কার্গোবোট থেকে স্থানীয় লোকজন না নামতে অনেক বারন করলেও তারা কার্গোবোট থেকে নেমে স্থানীয় লোকজনের সাথে মিশে গেছে। তারা স্থানীয় লোকজনদের সাথে বাজারে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ করোনা ভাইরাসের জন্য একটি ‘রেড এলার্ট’ এরিয়া হওয়ায় এসব মাঝিমাল্লারা স্থানীয় লোকজনের মিশে যাওয়ায় স্থানীয়রা চরম আতংকগ্রস্থ হয়ে গেছে। তাছাড়া বিশাল আকৃতির এসব কার্গোবোটে লবণ বোঝাই করার জন্য প্রচুর শ্রমিক দরকার হয়। এতেও নারায়নগঞ্জ থেকে কার্গোবোটে আসা মাঝিমাল্লা ও শ্রমিকদের সাথে স্থানীয় লোকজন মিশে যাওয়ার সম্ভাবনা আছে।

এ বিষয়ে জানতে চাইলে, পেকুয়ার ইউএনও এবং করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির আহবায়ক সাঈকা সাহাদাত সিবিএন-কে বলেন, বিষয়টি তিনি অবগত আছেন এবং এবিষয়ে তরিৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন বলে জানান। তবে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম এবিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন, তা জানার জন্য অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।