আবুল কাশেম, কুতুবদিয়া :

করোনা ভাইরাস নিয়ে চলমান সংকটে সরকারের দেয়া খাদ্য সাহায্য পৌঁছে দিতে নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি ছুটছেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর। জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউনের কারণে সারাদেশের ন্যায় ককসবাজার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নিম্ন আয়ের শ্রমজীবি মানুষেরা কর্মহীন হয়ে পড়ে। এসব নিম্ন আয়ের মানুষের পরিবারে অভাব অনটন নেমে এসেছে। এসব পরিবারে অভাব অনটন দূর করার জন্য উপজেলা প্রশাসন সরকারি ও বেসরকারি ভাবে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় বিতরণ করে যাচ্ছেন। রবিবার (৫ এপ্রিল) বিকালে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া নাপিত, ধোপা, মুচি, কামারদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল, ১০ কেজি চাউল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১টি সাবান ও ১ কেজি লবণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, আমার বাড়ি আমার খামারের কো-অর্ডিনেটর সুপন্দ বড়ুয়া, সাংবাদিকবৃন্দরা।