ইমাম খাইর, সিবিএন:
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আত্মরক্ষায় সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ফার্নিচারের দোকানদারকে ২ হাজার ও চায়ের দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করায় একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
রবিবার (৫ এপ্রিল) শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ও খুরুশকুলে এ অভিযান চালিয়ে এ দণ্ড দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহরিয়ার মুক্তার।
এ সময় স্থানীয় বাসিন্দা, পথচারী ও দোকানদারকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহরিয়ার মুক্তার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থাকতে বাঁচতে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করে প্রশাসন। জনসমাগম এড়িয়ে চলা ও অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করতেও বলা হয়। তবু অনেকে সরকারের এই নির্দেশনা তোয়াক্কা করছে না। এসব অভিযোগে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে সতর্কতামূলক এই দণ্ড প্রদান করা হয়েছে।
তিনি বলেন, সরকারী বিধিনিষেধ মেনে চলুন। প্রয়োজন ব্যাতিত বাইরে থাকবেন না। নিজের সুরক্ষা নিশ্চিত করুন।