আবুল কাশেম,কুতুবদিয়া :
শনিবার (৪এপ্রিল) রাত ৮ টার দিকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর এর কাছে ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে জানায় স্যার আমি এক চায়ের দোকানদার। করোনা ভাইরাসের কারণে এখন কর্মহীন, সংসার চালাতে পারছি না। কিন্তু চক্ষু লজ্জায় কারো কাছে সাহায্য ও চাইতে পারছি না। স্যার, শুনেছি আপনি অনেক মানুষকে সহায়তা করছেন। আমাকে কিছু সহায়তা করলে খুবই উপকার হবে। কথোপকথনে লোকটির নাম, ঠিকানা জেনে নিয়ে ইউএনও জিয়াউল হক মীর তাৎক্ষণিকভাবে তার অফিসের স্টাফ দিয়ে লোকটির বাড়িতে খাবার পাঠালেন। খাবারের প্যাকেটে যা ছিল-
সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল-১০কেজি, সয়াবিন তেল- ১লিটার,মসুরের ডাল-১কেজি,পেঁয়াজ – ১কেজি,আলু- ২কেজি,সাবান -১টিলবণ -১কেজি

এর আগে uno Kutubdia ফেইসবুক আইডি থেকে কেউ অনাহারে থাকলে তা ইউএনও কে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন।