বার্তা পরিবেশক :
জাতীয় শিশু-কশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের উদ্যোগে পথশিশু ও হতদরিদ্র ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ৩ এপ্রিল বিকেল চারটায় ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, ঝিনুকমাল খেলাঘর আসরের প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।
ঝিনুকমালা খেলাঘর আসরের নিজস্ব কার্যালয়ে অর্ধশত ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে উদ্বোধন করা হয় হতদরিদ্র শিশু ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, জেলা খেলাঘর আসরের কর্মকর্তা এম জসিম উদ্দিন, ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক ডাক্তার চন্দন কান্তি দাশ,প্রধান সমন্বয়কারী রাজিব দেবদাশ, নতুন জীবন শিশুদের বন্ধু সাংবাদিক ওমর ফারুক হিরু ,ঝিনুকমালার কর্মকর্তা আবছার উদ্দিন ,রূপক ভৌমিক, ইললু বড়ুয়া, ঝুলন দাশ, নয়ন চক্রবর্তী, মিশু দাশগুপ্ত।
ছিন্নমূল শিশুদের মাঝে ঝিনুকমালা খেলাঘরের খাদ্যসহায়তা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
