সংবাদ বিজ্ঞপ্তি :

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণরোধের লক্ষ্যে চলতি বছরে অনুষ্ঠিতব্য রাখাইন সাংগ্রেং উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত আর.ডি.এফ এর।

গত ১ এপ্রিল রোজ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় কক্সবাজার শহরে বৌদ্ধ বিহার সড়কের অবস্থিত আর ডি এফ ভবন মিলনায়তনে রাখাইন ডিভেল্যাপমেন্ট ফাউন্ডেশন (আর ডি এফ) এর নব নির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরর্স্ ও উপদেষ্টা পরিষদে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সময়ে বিশ্বব্যাপী আলোচিত প্রাণঘাতি করোনা ভাইরাস হতে মানব জাতি পরিত্রাণের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয় এবং মহাঘাতক এ ব্যাধির সংক্রমণ রোধের লক্ষ্যে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব বজায় রাখার কর্মসূচীকে সফল করার লক্ষ্যে সবাইকে সচেতন হবার জন্য আহ্বান জানানো হয়। সামাজিক দূরত¦ বজায় রাখার কর্মসূচীকে সফল করার প্রয়াসে স্ব-স্ব গৃহে অবস্থান করার কারনে জীবন যাপনের বিপদাপন্ন পরিবার সমূহকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য একটি ‘সহায়তা তহবিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ তহবিলে সমর্থবানদেরকে সামর্থ অনুযায়ী সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়। প্রতি বছর মহা আরম্ভপূর্ণভাবে রাখাইন সম্প্রদায়ে নতুন বছরকে আনুষ্ঠানিক বরণ করার লক্ষ্যে রাখাইন সম্প্রদায়ে ঐতিহ্যবাহী ’মাহা সাংগ্রেং’ উৎসব পালন করা হলেও এ বছর সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আর ডি এফ রাখাইন সম্প্রদায়ে ‘মাহা সাংগ্রেং’ উৎসব পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং রাখাইন সম্প্রদায়কেও জনস্বার্থে এ উৎসব পালন না করার জন্য আহ্বান জানানো হয়। রাখাইন ডিভেল্যাপমেন্ট ফাউন্ডেশন (আর ডি এফ) এর নব নির্বাচিত চেয়ারপার্সন সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান উ খ্যাই চিং, পরিচালক (সাধারণ) অধ্যাপক মং ম্রা ছিন, পরিচালক (অর্থ) অধ্যাপক জ ওয়ান নাইন, পরিচালক ক্য থান, পরিচালক অং সিট, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ ক্য থিং অং, উপদেষ্টা পরিষদের সদস্য মং ক্য চিং, সাধারণ সদস্য ক্য ঞিং এবং উথোঁয়ে য়েইন প্রমূখ।