হাফিজুল ইসলাম চৌধুরী :

কক্সবাজারের অন্যতম প্রাচীন হলো রামুর গর্জনিয়া বাজার। এ বাজার ইতিহাস সমৃদ্ধ। গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়ন ছাড়াও নাইক্ষ্যংছড়ি সদর ও দোছড়ি ইউনিয়নের শত শত মানুষকে গর্জনিয়া বাজারের উপর ভরসা রেখে চলতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বাজারটি ময়লা-আবর্জনায় ভরপুর ছিল।

করোনাভাইরাস ইস্যুকে কেন্দ্র করে মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী গর্জনিয়া বাজারে চলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। অভিযানে সরাসরি নেতৃত্বদেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি, পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান। এসময় আইসি নিজেই জীবাণুনাশক স্প্রে করেন। এবং বাজার পরিস্কারকদের নিকনির্দেশনা দেন। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে তদারককারী ছিলেন- বাজার ইজারাদার শাহ আলম ও কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এম সেলিম।

এম. সেলিম জানান- কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নির্দেশে তাঁরা বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।