সীমান্ত উপজেলা টেকনাফ এর হোয়াইক্যং ইউনিয়ন এর ০১নং ওয়ার্ড এর আওতাধীন মায়ানমার সিমান্তবর্তী জনবহুল গ্রাম উলুবনিয়া,
২০১৬ সালে রোহিঙ্গা আসার পর বেশি ক্ষতিগ্রস্তদের মাঝে উলুবনিয়া গ্রাম সবার উপরে । ব্যবসা বানিজ্য থেকে শুরু করে সবকিছুতে এর প্রভাব পড়েছে। এরপর মরার উপর খাড়ার ঘা সীমান্তের নাফ নদীতে মাছ ধরা বন্ধ হওয়ায় জেলে পরিবারে নেমে এসেছে সীমাহীন আর্থিক টানপোড়েন। এর পর নতুন করে পানি উন্নয়ন বোর্ড এর অধীনে সীমান্তে বেড়ি বাঁধ নির্মাণ এর কারণে অধিকাংশ চিংড়ি প্রজেক্ট এ বছর পানি শুন্য । এ অবস্থায় গ্রামবাসী কি পরিমান কষ্টের মধ্যে দিন যাপন করছে তা বলার অপেক্ষা রাখেনা। তারপর মহামারী করোনার থাবায় লকডাউন হওয়াতে  কষ্টের শেষ নাই গ্রামবাসীর।

জরুরী ভিত্তিতে ত্রাণ প্রদানের জন্য উখিয়া-টেনাফের মাননীয় এমপি, উপজেলা চেয়ারম্যান , ইুপি চেয়ারম্যান ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে উলুবনিয়া গ্রামবাসী।

নিবেদকঃ
গ্রামবাসীর পক্ষে এলাকার সাধারণ নাগরিক

নুরুল বশর

পিতা: বজল মিয়া
গ্রামঃ উলুবনিয়া, হোয়াইক্যং, টেকনাফ, কক্সবাজার।