মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
কৃষকের কথা মাথা রেখে উখিয়া উপজেলা প্রশাসন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত সারের দোকানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ মার্চ শনিবার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে বলে জানান উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।
উখিয়ার প্রতিটি এলাকায় জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করা হয়েছে। জনগনের জন্য করোনা প্রতিরোধে এ সিন্ধান্ত নিয়েছে সরকার। সব জায়গায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বেসামরিক প্রসাশনকে সহাযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জনগনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। ইউএনওর অনুরোধ ,জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না।