মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নভেল করোনা ভাইরাস (Novel Coronavirus, COVID-19) কে ‘সংক্রামক ব্যাধি’ হিসাবে অফিসিয়ালি ঘোষনা করা হয়েছে। ২০১৮ সালের রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল ধারা ৪(ভ) মতে গত ২৩ মার্চ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের আইন অনুবিভাগের যুগ্মসচিব আবদুল ওয়াহাব খানের স্বাক্ষরে নভেল করোনা ভাইরাস (Novel Coronavirus, COVID-19) কে সংক্রামক ব্যাধি হিসাবে ঘোষনা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এ গেজেটের কার্যকরিতা যেদিন দেশে করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে অর্থাৎ গত ৮ মার্চ থেকে তা কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ রয়েছে।

এছাড়া ২৪ মার্চ প্রকাশিত অপর একটি গেজেটে নভেল করোনা ভাইরাস (Novel Coronavirus, COVID-19) প্রতিরোধে দায়িত্বপালনে বাঁধা সৃষ্টি, সংক্রামন, বিস্তার, তথ্য গোপন ইত্যাদি কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি বিধানটি ২০০৯ সালের মোবাইল কোর্ট পরিচালনার তফশিলভূক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন এর স্বাক্ষরে এ গেজেটটি প্রকাশ করা হয়। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ এখন সহজে করোনা ভাইরাস প্রতিরোধ সরকারি কার্যক্রম ও নির্দেশনা যারা মানবেনা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি প্রদান করতে পারবেন।