মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, আজ থেকে রামু উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে,ফার্মেসী,মুদির দোকান,কাঁচা বাজার,সুপারসপ ছাড়া বাকি সব দোকান সন্ধ্যা রামুতে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোকান বন্ধ থাকবে ।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্যবসায়ীদের কে সচেতন থাকতে হবে।পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কিত নির্দেশনামূলক কাজ করতে হবে। আইন অমান্যকারিদের বিরুদ্ধে অভিযান চলছে।
নির্বাহী অফিসার প্রণয় চাকমা আরও জানান,করোনা ভাইরাসের আক্রান্তের হার দিন দিন বাড়ছে। এ থেকে বাঁচতে জনসাধারণকে বেশী বেশী সচেতন হতে হবে। ইতেমধ্যে সরকারীভাবে দেয়া সকল নির্দেশনা সঠিকভাবে পালনের মাধ্যমে করোনা হতে প্রতিরোধে সকলকে ভূমিকা রাখতে হবে। করোনা মহামারি হতে বাঁচতে যে কোন ধরণের সভা, সেমিনার, সামাজিক, রাজনৈতিক জনসমাগম এড়িয়ে চলতে সকলকে অনুরোধ করেন।
দোকান খোলা থাকবে।
রামু উপজেলার প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।অন্যথায় কঠোর অর্থদন্ড প্রদান করা হবে।( ২৩ মার্চ )পযর্ন্ত
রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসীকে এক লক্ষেরও বেশি টাকা জরিমানা করা হয়।