ইমাম খাইর, সিবিএন
করোনা ভাইরাসে সংক্রমণ থেকে বাঁচতে সরকারী নির্দেশনা মতে কক্সবাজার শহরের সব দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কিছু দোকান খোলা থাকলেও দুপুরের পর থেকে সব দোকান বন্ধ করে দেয়া হয়।
কেবল খোলা রয়েছে হাসপাতাল, ওষুধের দোকানসমূহ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল গত দুই দিন থেকে সরকারী নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ীদের উদ্ভুদ্ধ করে প্রচারণা চালাতে দেখা গেছে।
পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কিত নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে অনুরোধ করেছেন ব্যবসায়ীদের এই দুই নেতা।

হকার মার্কেট

এদিকে, জনসাধারণের বিনা প্রয়োজনে যাতায়াত সীমিতকরণ, করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে চলছে মাইকিং।
সড়কে চলাচলরত সীমিত সংখ্যক টমটম, ইজিবাইক, সিএনজিতে যাত্রী নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ জন্য মাছে সক্রিয় দেখা গেছে ট্রাফিস পুলিশকে।

কক্সবাজার শহরের প্রধান সড়কের দৃশ্য

টিআই মো. আসাদের নেতৃত্বে শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকায় পুলিশের একটি টিম রয়েছে। তারা যানবাহনসমূহে যাত্রী সীমিত রাখার নির্দেশনা বাস্তবায়ন করছে।
একইভাবে শহরের বাজারঘাটা, লালদীঘিরপাড়সহ শহরের প্রায় পয়েন্টে ট্রাফিক পুলিশ কাজ করছে।